একটি অকবিতা

মোকসেদুল ইসলাম ১১ ফেব্রুয়ারি ২০১৪, মঙ্গলবার, ১১:৩২:১১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

অসম্ভব কল্পনার মাঝে এখন আমার নিত্য বসবাস
শান্তি সে যেন আজ সুদূর পরাহত কচু বনের কালা চাঁদ।

রাতে এখন নিশাচর পাখি হই
দিনের বেলায় দেখি ভরা পূর্ণিমার চাঁদ।

জেগে জেগে স্বপ্ন দেখি যোগী হওয়ার ভান করি
সময়ের সাথে ছন্দ মিলিয়ে পায়ে পায়ে চলি।

আজও থামেনি চলার গতি চলছি নিরবধি
তেল যে এতোই দামী আগে বুঝিনি।

টাকা নয় এখন বুক পকেটে ক্ষমতা নিয়ে ঘুরি
যখন যা আসে মনে তাই করতে পারি।

অনেক কথাই তো বলি মুখে
ভীষন ব্যস্ত সময় কাটে আমার দেশ ও দশের তরে।

তবুও বাহবা পাই খুশিতে আটখানা হই
যখন দেখি অন্ধের মতো লোক রয়েছে আমার পিছে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ