অর্থের দূরত্ব,রক্তের দূরত্ব বাড়িয়ে দেয়।

বড় হয়ে যাওয়ার সাথে সাথে ভাই বোনের সম্পর্ক আর ভাই বোনের সম্পর্ক থাকে না। তখন যতোটুকু সম্পর্ক থাকে তা শুধুই সম্পদের।

বয়স বাড়ার সাথে সাথে মনে হয় সম্পর্কের দূরত্ব বেড়ে যায়। একটা সময় এই সম্পর্কগুলো পরিমাপ করা হয় অর্থের মাপকাঠিতে।

অনেক নিকটাত্মীয় অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে অনেকের কাছের আত্মীয় পরিচয় দিতে অনিচ্ছা পোষণ করেন। তাঁরাই আবার অনেক দূরসম্পর্কীয় সম্পদশালী আত্মীয়ের পরিচয় দিতে একটুও লজ্জাবোধ অথবা ইতস্তত করেন না ।

তখন পরিচয় দেয়ার ক্ষেত্রে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় নিজ স্ট্যাটাস। রক্তের সম্পর্ক বলে আপাতত তখন কোনো পরিচয় থাকে না। ভুলে যাই নিজেই নিজের রক্তের আত্মীয়কে। প্রিয় হয়ে ওঠে অনাত্মীয় গুলো।

ঈদে, অনুষ্ঠানে পারিবারিকভাবে দাওয়াত পায় না পরিবারের লোক, দাওয়াত পায় অর্থের মাপকাঠিতে আত্মীয় হওয়া অনাত্মীয় গুলো।

আস্তে আস্তে যখন এই অর্থের দূরত্ব বাড়তে থাকে তখন রক্তের সম্পর্ক গুলোর দূরত্ব বাড়তে থাকে। অনেকটা সময় পর রক্তের সম্পর্ক গুলো অর্থের দূরত্বের কারণে হারিয়ে যায়।

এভাবে একটা সময় অর্থের দূরত্ব,রক্তের দূরত্ব বাড়িয়ে দেয় ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ