আমাদের নিরন্তর ছুটে চলার পেছনে উদ্দেশ্য একটাই, মানসিক শান্তি।
মাঝে মাঝে মনে হয়, খোলা মাঠ, ঢেউয়ের নদী, নদীর ঘাট, নৌকা, যেখানে সূর্য এসে ডুবে যায় এমন আলস্য সন্ধ্যে, দুচোখ ভরে দেখতে পারলে শান্তি মিলবে!
মাঝে মাঝে মনে হয়, ভালো মন্দ খাবারের খোঁজে নামীদামী রেস্তোরাঁ, দেশি বিদেশি রেসিপি, পেট ভরে খেতে পারলে শান্তি মিলবে।মনে হয়, নিত্য নতুন বস্তুর খোঁজে বসুন্ধরা কিংবা নিউ মার্কেট, শরীরে জড়ালে বেশ লাগবে। মাঝরাতে মনে হয়, বুকের মধ্যে একটা মানুষের বড্ড অভাব, প্রেমিক কিংবা প্রেমিকা, মানুষটা জীবনে এলেই মন জুড়ে সুখ নামবে।
আমাদের একদিন সব হয়। বিশ্বাস করেন, সব। একদম সব।তারপরও কেন জানি বুকের বিশাল জায়গা জুড়ে অশান্তি রয়ে যায়, মানসিক অশান্তি। আমি, মানুষ হয়ে জন্ম নেওয়ার নিয়তিকে মেনে নিয়েছি। যে নিয়তি চোখ বন্ধ করে মৃত্যুর দিকে ছুটে চলছে। ছুটে চলার সেই পথে শান্তি নামক কোনো শব্দ নাই। একদমই নাই!

মনের কথাগুলো একান্ত অনুভূতিতে প্রকাশের খানিকটা চেষ্টা করলাম, ভুল গুলো ক্ষমা-সুন্দর দূষ্টিতে দেখবেন..

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন