আবরার

মুহম্মদ মাসুদ ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৭:৫৯:৫৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

খন্ড দ্বিখণ্ডিত স্বপ্নের সিঁড়ি
দুমড়ে মুচড়ে স্বাদ আহ্লাদ।
মা'গো, শেষমেশ হয়নি কথা বলা
মোনাজাতে তুলিনি দু'হাত।

প্রাপ্তির অপ্রাপ্তি বঞ্চনার প্রতীক
চোখে চোখে কাঁদে হাউমাউ।
বাবা! পরিশ্রমের পরিশোধ জোটেনি
স্বপ্নের নয়নে বাহারি রঙের ঢেউ।

ঝলসে গেলো প্রভাত ফেরী
নিভে গেলো হৃদয়ের সাধ।
প্রিয় মা! বাপটাকে মাফ করে দিও
স্বপ্ন সমীকরণে ব্যর্থ মৃত দেহজাত।

ফসকে গেলো দৃঢ়প্রতিজ্ঞা দৃঢ়প্রত্যয়
মুছে গেলো অপূরনীয় ইচ্ছা।
প্রিয় বাবা! জোর করে উঠেছি কাঁধে
এবার তোমার সেচ্ছাসেবী স্ব-ইচ্ছা।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ