আবদ্ধ কথন

সাবিনা ইয়াসমিন ২৩ জুলাই ২০২১, শুক্রবার, ০২:৩১:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

অ-কবিতা_

সেই রাত আর ফিরে আসেনি আমাদের প্রতিদিনের রাত গুলোতে,
আমাদের কথা গুলো থেমেছে, থমকে গেছে কখনো-সখনো /
সবটাই থেমেছিলো কি?

কথা ছিলো
একদিন সব কথা ফুরিয়ে গেলে আমরা হিসেব নিবো অফুরান কথা গুলোর,
কত কথা বলার ছিলো!
হাসি-কান্নায় গল্প-কবিতায় না বলতে পারা কথাতে-ও!

কিছু-কিছু দিনে আবদ্ধ কথা গুলো জমা থাকে ছোট-ছোট অক্ষরে,
ঘেমে উত্তপ্ত হয়ে উঠলে মধ্যাহ্নে ধুয়ে যায় ওয়াসার জলে/
শ্রান্ত দেহ শান্ত মন ..

----------------------------------------------------------------------------------------------------
মথ_

একটা মথ নিঃশব্দে খোলস ভাঙে বুকের ভেতর,
পরিত্যক্ত খোলসের গায়ে আটকে রয় অজস্র দীর্ঘশ্বাস,

খামছে ধরা লোমশ থাবায় একাকার এখানের সব রঙ
পানসে-গাঢ়-অভিজাত-উত্তপ্ত লাল রক্তের সম্পর্ক-ও

শুষে নেয়া আর্তনাদে হাস ফাঁস হয় হৃদপিণ্ড
মথ নির্বিকার!

----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- -----
স্লোগান_ বনের পশুকে নয়, মনের পশুকে কুরবানী দেয়াই আসল কুরবানী!

প্রতি ঈদেই কেন শুনতে হয় বনের পশু নয়, মনের পশু কুরবানী দিন!
বাঘ সিংহ হাতী গন্ডার হরিণ ক্যাঙ্গারু বাঁদর এরা সবই বনে বাস করে। এমন হাজার-হাজার,লক্ষ-কোটি পশু থাকে বনে-জঙ্গলে। এগুলোকে কি কেউ কুরবানীর উদ্যেশ্যে জবাই করে? করে না। কেউ চাইলেও এইসব বনের পশুকে কুরবানী দেয়ার জন্য সিলেক্ট করতে পারবে না।
কুরবানীর জন্য পশু সিলেক্ট করা হয় মানুষের হাতে/গৃহে প্রতিপালিত হওয়া পশুদের। যে গুলো পালন করা যাবে আর খেয়ে ফেলতেও কোন নিষেধাজ্ঞা নেই। সারা বছর প্রতিদিন/প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের পশু-পাখি এমনকি কুকুর/বিড়াল পর্যন্ত শ'য়ে শ'য়ে কেটে খেয়ে ফেলা হয়/হচ্ছে। কই সেসব নিয়েতো কেউ বলে না গৃহপালিত পশু খাবেন না, মনের পশুকে কেটে খান!
কুরবানীর ঈদ এলে আর ঈদের দিন এলেই পশুপ্রেম এত বেড়ে যায় কেন!
ভিন্নধর্মীদের নিয়ে না বলি, যারা ইসলাম ধর্মের অনুসারী এবং নিজেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত মুসলিম হিসেবে উপস্থাপন করে তারা কীভাবে কুরবানীর বিরুদ্ধে কথা বলে!
তাদের কি মনে থাকে না, কুরবানী মানুষের তৈরী কোন ঐচ্ছিক ব্যাপার নয়, এটা ধর্মীয় আচার। নিজের পছন্দসই রীতিনীতি বানিয়ে নিজেকে কেউ কীভাবে ধার্মিক ভাবতে পারে!

জিজ্ঞাসা_
যারা মনের পশুকে কুরবানী দিতে ইচ্ছুক তাদের কুরবানীর ঈদ পর্যন্ত অপেক্ষা করা লাগবে কেন? ঈদের আগে কি কুরবানী দেয়া নিষেধ!?

*ছবি- নেট থেকে নেয়া।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ