অবসর

মনির হোসেন মমি ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ০৯:১২:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

আমাকে একটু অবসর দিবে
এক খন্ড অবসর!
জন্ম থেকে;
অগ্ন্যুৎপাতে জ্বলা জ্বালা মুখগুলোর প্রশান্তির তরে,
একটু অবসর-বড় প্রয়োজন।

আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর!
জীবন সংগ্রামে;
সোনার চামচ মুখে নিয়ে হয়নি যার জন্ম-
ক্লান্ত পরিশ্রান্তে একটু অবসর-দিবে কী আমায়।

আমাকে একটু অবসর দিবে
এক খন্ড অবসর,
বে-হিসাবী সময় জ্ঞানহীন;
জীবনের হিসাবের খাতাটা বেলা শেষে শুন্যে,
প্রজন্মের জবাবে;অপরগতায় চাইছি অবসর।

আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
পার্থীব যাপিত জীবন অমিলে
সাম্যহীনতায়;
এই দৃশ্য সয়না মনে-চাইছি অবসর।

আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
ভাগ্য বিড়ম্বনায়;
শুরু থেকে শেষ-শেষ থেকে শুরু,
জন্মান্তরে;যার সম্বল কেবলি চোখের জল-প্রয়োজন একটু অবসর।

আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
জীবনের লক্ষ্য;
অবশেষে গ্রাম্য প্রবাদ ‘না হলাম আউল্লা-না হলাম জাউল্লা,
লক্ষ্য বিচ্যুতিতে আফসোস অনুশোচনা হতে চাই যে অবসর।

আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর,
সঞ্চিত;
জীবনের রঙ্গ মেলার সাঙ্গের শেষ প্রান্তে প্রভু,
কুড়ানো পাপের দাও মুক্তি -দাও একটু ভুবন সমাপ্তির অবসর।
আমাকে একটু অবসর দিবে
একখন্ড অবসর।।

..................................................................

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ