অদ্ভুত মানুষগুলো

মোকসেদুল ইসলাম ২৭ অক্টোবর ২০১৪, সোমবার, ১১:২৮:৩০পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

মানুষগুলো কি অদ্ভুত
খুব কাছের ব্যক্তিকে এপাশ থেকে ওপাশে দিচ্ছে ঠেলে
যে কারো ক্ষতি করে না তার বিরুদ্ধেই পড়ছে ঝাঁপিয়ে
অন্যায়ের পক্ষে গাইছে সাফাই
বিবেককে ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে অন্ধ সেজে থাকছে বসে।
হাতের তালুর মত চির চেনা মানুষগুলো আজ
অদ্ভুত জৈবিক মোহে তাড়িত হয়ে অন্যের নগ্নতা দেখে
শিকারী হায়েনার মত জ্বলজ্বলে চোখ নিয়ে লোলুপ দৃষ্টি ফেলে নারীর ওপর
সাহস হারা জীবন নিয়ে ঘরকুনো এক ব্যাঙ হয়ে রয়েছে সবাই বসে।

মানুষগুলো কি অদ্ভুত
সভ্যতার পোশাক পড়ে আদিম যুগে যাচ্ছে ফিরে
মনুষ্যত্ববোধ, পরোপকার, ভালোবাসার জায়গা নেই হৃদয় জুড়ে
সবকিছু যেন যাচ্ছে ক্ষয়ে নিকোটিনের বিষে।
মানুষগুলো অন্ধ-বধির জননীকেই করছে খুন
অশালীন আর অশ্লীলতায় মগ্ন থাকছে রাত-দুপুর
দাম্ভিকতার অন্ধ মোহে নির্জীব হয়ে থাকছে পড়ে।
নেকড়েমুখো মানুষগুলো দিচ্ছে শুধুই মরণ-কামড়
অন্যের স্বপ্ন খাচ্ছে কেড়ে নিত্য-নতুন ফন্দি এঁটে।

মানুষগুলো কি অদ্ভুত
দিনে দিনে সবাই যেন হয়ে যাচ্ছে অমানুষ।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ