মা​ঝি

অরুণিমা মন্ডল দাস ১২ ডিসেম্বর ২০১৫, শনিবার, ০২:০২:৫৪অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

hqdefault

ঢেউয়ের কাছে চোখ নামালে নৌকার দাঁড় শিউরে উঠে!
গরিব মাঝির পেটে সদ্য দুপুরের গরম ভাত, কাঁচালঙ্কা, কাতলা মাছের ঝোলের গন্ধ
ন্যাপথলিনের মত ছড়িয়ে পড়ে!

বাটা কোম্পানির ছেঁড়া জুতো দিয়ে,মহাকাশের সন্ধ্যাতারা দেখতে দেখতে
ঝপাৎ ঝপাৎ শব্দ করে নৌকাটি এগোতে লাগল!
সারাদিনের কটা টাকা রোজগারের পর বাড়ি ফেরে
বৌ এর মুখের দিকে তাকালেই চোখ দিয়ে জল বেরিয়ে আসে!
ভিখারির ঘরে কেন ক্যান্সার রোগ হয়? সেটা জানতেই নৌকার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে!

বরফের হাতুড়ী দিয়ে কি মনের আগুন নেভানো যায়?
কাঙালের অর্থের ক্ষিধা কি শুঁকনো লঙ্কার ঝালে মেটানো যায়?

রক্তের অনুচক্রিকাগুলি ফেটে প্রতিবাদ করছে গরিবের মোটা চামড়ার দেহে!?

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ