নস্টালজিয়াঃ মামুর বিড়ম্বনা

মিজভী বাপ্পা ১৫ জুলাই ২০১৫, বুধবার, ১০:০১:৪০অপরাহ্ন রম্য ৪ মন্তব্য

আমার এক ফ্রেন্ড আছে যাকে আমি মামু বলে ডাকি :) বেচারাও আমাকে মামু বলেই ডাকে। আমার সেই মামু খানিক ভিন্ন ভাবে ইংরেজিতে কথা বলে : যা অনেকটা সে দুষ্টামী করেই বলে। ইতিমধ্যে মামু ইংরেজী শেখার একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সুতরাং আমার সাথে ইংরেজী চর্চা করার ব্যর্থ প্রয়াস ও করতে চেয়েছিল :(

মামু হঠাৎ একদিন এক সমস্যা নিয়ে ফোন, মামু তুমি কই জলদি দেখা করো। যদিও আমি কিছু বলার আগেই ফোন কেটে দিলো। বুঝতে পারছিলাম ব্যালেন্সের লাল বাত্তি জ্বলছিল আর তখন ওর অর্থ মন্ত্রণালয়ে দুর্ভিক্ষ চলছিল। যাক আমিই ফোন দিয়ে ডিটেইলস জেনে দেখা করতে গেলাম। অতঃপর

মামুঃ মামা[আমাকে বলছে] তুমি কই থাকো, একবারে দেখা সাক্ষাৎ নাই। ভাই ব্রাদার গো ভুইল্লা গেলে চলে ;(     ;(
আমিঃ এই তো আন্ডারগ্রাউন্ড থাকি আর কি :( যাই হোক কউ কি অপকার করতে পারি আমি তোমার
মামুঃ the foblem হইতাছে হল, আমার কম্পুটা izz giving দিস্টাব  ^:^     ^:^
আমিঃ সমস্যা টা কি ঐটা কও??

যদি ও ওর এসব টাইপের কথা বার্তা শুইনা আমি অভস্ত্য ছিলাম সুতরাং ঐ ভাবেই বুঝে নিছিলাম :)

মামুঃ আই কইতাছি.........
আমিঃ তুমি কি নোয়াখাইল্লা নাকি এত্ত আই মুই না কইয়া সোজাসুজি সমস্যাডা কও। তোমার ঠাডা পরা ইংরেজী শুনতে গিয়া আমি আমার নিজের ইংরেজি জ্ঞান হারাই ফালামু :(
মামু [মুখে মধ্যে ছাই পরছে এই টাইপের ভাব নিয়া]: পিসি অন করলে একটা ইসকিণে আইসা আটকাইয়া থাকে ;(     ;(
আমিঃ কি বুট স্ক্রীণ নাকি অন্য কোন স্ক্রীণে আইসা আটকায়???
মামুঃ না ঐ ভূতের স্ক্রীণে আইসা আর আটকাইয়া যায় আর নড়াচড়া করে না :(
আমিঃ ভূত পাইলা কই ঐটা বুট/স্টার্টআপ স্ক্রীণ কয় X((
মামুঃ যা মন চায় কয় এখন বাসায় চল ঠিক করবা :)

যাই হোক পরে আমার বাসা থেকে সব কিছু নিয়ে ওর বাসায় গিয়ে বসলাম এবং যথারীতি উইন্ডোজ সেটআপের প্রক্রিয়া শুরু করলাম। সেটআপ দেয়ার সময় মামুকে জিজ্ঞাসা করলাম সমস্যা কিভাবে হইলো খুলে বলো। মামুও স্টার্ট করল ওর উচ্চ মার্গীয় টাইপের ইংরেজি ভাষায় সমস্যার বিবরণ বলতে। ওওও মামু আবার সিকান্দার বাক্সের বিরাট ফ্যান তাই উচ্চ মার্গীয় ইংরেজির সাথে মিক্স করে বলতে লাগল।

মামুঃ দ্য লাস্ট নাইট, ঘুমাইতে যাওনের আগে পিসি আমি ভালো কইরা চালাছিলাম। তোমার মামীর লগেও আমি ফেইসবুকে চ্যাটিং করছিলাম। আর কয়েকবার তো তোমার মামীর অতি...........যাই হোক আমি আবেগে কান্দাইলছিলাম। আফাটার ছ্যাটিং ফেইসবুক বাত্তি নিভাইয়া স্লিপ :D ততক্ষণ পিসি ভালা চলছিল :)
আমিঃ আমার তখন মনে মনে বলছিলাম কি কারণে যে এই পাগলরে জিগাইলাম। আইজকা আমারে পাইছে ঐ :( এখন আমারে কান্দাইয়া ছাড়াইবো  ;(
মামুঃ আফটার দিষ, ইউর মামী কল টু মি যখন আমি একটু ন্যাচারাল কাজ কামে বিজি আছিলাম। এরপর তুমার মামীরে বুঝাইয়া কইয়া হারা রাত আলাপ পারছি :)
আমিঃ মামু আমার মেইন কথা কও, কালকে রাত্রে ভালো কইরা পিসি চালানের পর আজকে সকালে উইঠা দেখো সমস্যা করতাছে এই তো :(
মামুঃ ইয়েস মামু ইয়েস ইউ রাইট। আই কইতাছিলাম বেশী কথা এন্ড ভুইল্লা গেছিলাম মেইন কথা :)

এরপর ওর পিসিতে উইন্ডোজ সেটআপ দিয়ে প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল দিয়ে উঠতে যাবো ঠিক তখনই মোবাইলের সমস্যা :( মনে মনে ভাবলাম আজকে আমি শেষ ওর ইংরেজী শুনতে শুনতে

মামুঃ মামু এ্য ছুডু ফবলেম ইন আমার সনি। স্কাইপ অন হয় না ক্যা রে?? কথা কইতে পারি না ক্যা রে??? তোমার মামী ইজ গিভিং বকা-ঝকা আমারে :( কইরা ফালায় মাই কান ঝালা-পালা
আমিঃ কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম মামু তুমি এই উচ্চ মার্গীয় ইংলিশ কথা মামীরে শোনাও না???
মামুঃ না না, এখন আই লার্নিং। আফটার লার্নিং আমি বিয়ার কথা কুমু ওর ফাদারের লগে ইন ইংলিশ :) পুপুজাল দিমু ইন ইংলিশ :)
আমিঃ মেয়ের বাবা তোমার এই ঠাডা পরা ইংলিশ শুইনা হয় হার্টফেল করবো আর নইলে কইবো আম্রে কেউ ইংলিশে মাইরালা?? আর বিয়া তো দূরের কথা !!!

মামু [হঠাৎই অগ্নিরূপ]: ক্যা রে দিতো না আমারে ক্যা রে বিয়া দিতো না ঐ ফইন্নির পুতে ওর মাইয়ারে আমার লগে বিয়া??? আমি অক্করে কুইট্টালবাম ঐ ফইন্নির পুতেরে!!! আমার মুতো ইমুন পোলা পাইবো ঐ ফইন্নি !!!
আমিঃ নিরূপায় হয়ে ওকে সান্তনা দিলাম। পরে দেখি খানিক ঠান্ডা হয়ে আবার শুরু করলো। আর আমি মনে মনে বললাম মামী রে এইভাবে তো কইতে পারো না মানলাম। তো আমাগো উপ্রে খানিক রহম করলে দোষের কি আছে :( যত্তসব :(
মামুঃ your মামীর বাপ জানে না, who izzz i ??? i mr. ............... the cool guy ever :)
আমিঃ মামু কুল ডাউন, কুল গাইয়ের কুল থাকাটা জরুরী। মনে মনে বলছিলাম, এই কথা মামীরে বললে মামী তোমারে বিধবা কইরা দিয়া যাইবো গা :P
মামুঃ i am the only one...........!!!!
আমিঃ Yes, you are the only one black sheep!!!
মামুঃ কি কইলা মামু এইডা আমারে?? অপমান করলা নাকি প্রসংশা করলা??
আমিঃ আরে না মামু তোমারে কালো জাহাজের উপাধী দিলাম। যেমন black diamond এর মত আর কি :D
মামুঃ থাংকু মামু থাংকু :) U are my grate মামু।

এরপর ওর সেটের সমস্যা সমাধান করার পরপরই মামীকে ফোন দিলো আর বলল viber বা skype এ আসো। আমি আইছি। এরপর মামী viber এ দেখলাম মিসকল দিলো। সাথে সাথে মামু কল ব্যাক করল,

মামুঃ ঝাআআআআআআআআআননননননননননননন.......................কি করো??
আমিঃ এইটা শুইনা আমি হাসতে হাসতে শ্যাষ। এমন ভাবে বলছে যে না হাইসা পারি নাই।
মামুঃ i su much thankful তোমার কাছে। You are my FB :)
আমিঃ ফেইসবুক এইডা আবার কি কইলা??? জিন্দেগিতে ও হুনি নাই কা আমি???
মামুঃ আরে না। এইডার মানে হইলো ফায়ার ব্রিগেড :)
আমিঃ আমার মাথায় আগুন ধরাইয়া এখন ফায়ার ব্রিগেড উপাধী আমারে :(

এরপর ভিডিও অন করে টেস্ট করে আমারে ঐ দিনের মত বিদায় দিলো। যাক ঐ দিনের মত মামুর ইংরেজি থেকে কোন রকমে রেহাই পাইছিলাম আর কি :)

যেভাবে জাআআআআআআআআআনননননননননন ডেকেছিল ঠিক এই টকিং টমের ভিডিওটির মত। তাই লিংকটি দিলামঃ

 

https://youtu.be/e4ZdlAjCswk

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ