এসো হে বৈশাখ

ইঞ্জা ৩ এপ্রিল ২০১৭, সোমবার, ১০:০৩:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২০ মন্তব্য

অলস দুপুর, সূর্যের প্রকট তাপে ঘেমে নেয়ে একাকার শরীর
বাতাসটাও বিদঘুটে, আরামের ছোঁয়াও দেয়না
পাশের ছাদে দুই শালিক খুটে খুটে খায় আপন মনে
যেন গরমে তাদের কিছু আসে যায়না
হতাস মনে পায়রার দল ঘুটুর ঘুটুর করে ফন্দী  আঁটে
এক সাথে উড়ে গিয়ে শালিকদের আসে পাশেই যেয়ে বসে
শ্রান্ত মনে আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে থাকি
মুখোশওয়ালা হাক ছাড়ে, এ্যাই মুখোশ মুখোশ
মনে মনে হাসি আমি, এই গরমে আবার মুখোশ পড়বে কে
এরপরেও দেখি বাচ্চারদল দৌড়ে এসে ঘিরে ধরে মুখোশ কিনছে
ওরা বেশ খুশি মনে মুখোশ কিনে বাড়ীর পথ ধরে
এ্যাই আইস্ক্রিম, আইসক্রিম শব্দে ফিরে তাকায় আইসক্রিম ওয়ালার দিকে
মনটা আনচান করে উঠে একটা ঠান্ডা অনুভূতি নেওয়ার
নিচে নেমে যাওয়ার প্রবল ইচ্ছেটাকে দমন করে নিজেকেই অশান্ত করলাম
দূর দিগন্তে তাকিয়ে দেখি কালো মতো কি যেন
ভালো করে ঠাহর করলাম, আসছে, সে আসছে
সব কিছু উড়িয়ে নিতে সে আসছে
বসুন্ধরার সকল পঙ্কিলতাকে পরিষ্কার করে দিতে আসছে
ঘুর ঘুর শব্দে জানান দিচ্ছে, আমি আসছি কালবৈশাখী হয়ে
তোমরা সরো, সোরে দাড়াও, আমি এসেই পড়েছি আমার রুদ্ররূপ নিয়ে
আমি গেয়ে উঠি, এসো হে বৈশাখ এসো এসো।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ