হৃদয়ে তালের পাতা

ছাইরাছ হেলাল ৮ আগস্ট ২০১৮, বুধবার, ০৭:৪৮:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
এক পায়ে!
দাঁড়াক না!! পাড়লে দাঁড়াক, অনেক পায়ে!

আমাদের পা কিন্তু এক এর অধিক,
আকাশে কেন!! যে-দিক খুশি উঁকি দিক।
নিচেও একটু চোখাক।

নিবিষ্ট মনে দেখি বাবুইয়ের বাসা
দুলে-দুলে দোল-খাওয়া,

তাল-তাল ঝুলে থাকা কাঁচা-তাল পাকা-তাল,
কাঁচা-পাকা-তাল-ঘ্রাণ,
মাতোয়ারা হই তাল-রসে কোন এক জোনাক রাতে,
খুব ইচ্ছে করে।

করাত-কল এড়িয়ে
ছায়াচ্ছন্ন পেলব চির-মসৃণ আড়াই-হাতে
হাত রেখে, জড়িয়ে যাব ঠিক-ই একদিন কঠিন ফাঁদে;
সবুজ-পাতার বুকের-গন্ধ নিতে নিতে, ধুকপুক হৃদয়ে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ