স্বপ্নের চন্দ্রমল্লিকা

ছাইরাছ হেলাল ২৯ এপ্রিল ২০১৭, শনিবার, ১০:৪০:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

স্বপ্নময় স্বপ্ন জেগে আছে বলেই বেঁচে আছি, অহোরাত্রি মায়াময় স্বপ্নের চিৎকার চেঁচামেচি,
জলছোঁয়া শুচি জ্যোৎস্নার ঝিকিমিকি, বৃষ্টির চোরাচোখের উঁকিঝুঁকি, শীতের কনকনে গভীরতায় একটুখানি ওম,
লাল চাল ভাতের ধোয়া ওঠা, নিভু প্রদীপের দপ করে জ্বলে ওঠা, বিবশ প্রবাস হৃদয়ের আবারও জেগে ওঠা, বেঁচে যাওয়া,
ক্লান্ত ঘোড়া, বোবা জীবন, বিদীর্ণ বাগান, অসংখ্য তালি-তাপ্পি, হৃদ্ধ অনুভবে।

ছায়া ফেলে পাহাড়নির্জনতা বুকের গভীরে, প্রত্নরাত জেগে থাকে, জেগে থেকে স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখেই জাগে, ফেলে আসা মেঠো পথের হাতছানি, নূপুর বৃষ্টি, পুরনো মঠের ছায়া,
সাঁঝের বেলা বুনো ফুলের আড়ি,

স্বপ্নেরও থাকে অসমান্য স্বপ্নসন্ধ্যা, স্বপ্নরাত থাকে চমৎকার সাজগোজের,
ফিরে এসে ফিরে আসি স্বপ্নের হাত ধরে গুটিগুটি পায়ে বাস্তবতার নীলাকাশের বুকে,
এক বুক মিষ্টি হাওয়া রাতভর স্বপ্নের চন্দ্রমল্লিকার সঙ্গী হব বলে,

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ