স্বজন-সুহৃদ

ছাইরাছ হেলাল ১ জুলাই ২০১৮, রবিবার, ০৫:৫৯:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আমাদের শেষহীন
অগাধ-নিখাদ হাজার-বিজার সান্ধ্য-ভালোবাসা
এতো সহজ-হেলাফেলায় ঠেলে ফেলা যাবে-না, যায়-ও-না,
ঠিক-ও হবে-না;

খুঁটিয়ে সংগোপনে ফেলেছি জেনে,
কিছুতেই সে অভাবী স্বভাবের দুষ্ট-টেকো-স্বজন না,
বিশ্বাস অবিশ্বাস এক করে নেয়-ও না;
হৃদ্ধ হৃদি ছুঁয়েছে যার, এলভিস-লেলন-রিচি-ব্লান্ট-অঞ্জন-আজমে,
ক্ষণিকের আচ্ছন্ন অবশেষে।

আনন্দ-চঞ্চল গহীনের সন্ধ্যায় গোচরে-অগোচরে-অকাতরে
আমরা তো আমরাই!
তারা তারাই!!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ