সুস্বাগত হে কুবি প্রবর

ছাইরাছ হেলাল ২ নভেম্বর ২০১৮, শুক্রবার, ০২:৫৪:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আকালের অকালে শীত-নিদ্রা শেষে
কুবি এসেছেন, গরম-গোছল সেরে;

ভাবখানা এমন
ফাটিয়ে ফেলবেন,ফাটবেন-ও, দিগ্বিদিক,
সাই-সাই করে শন-শন গতিতে,
মূলে কিচ্ছু না, ফাকা-ফাকি আওয়াজ মাত্র
দেখিয়েছেন ঢের এমন ঢং আগেও।

হামবড়া ভাব নিয়ে বিলোল উষ্ণতায়
চকচকা টাকে্র ঝিলিক ছুটিয়ে, বর্ধিষ্ণু মেদ-ভূরিতে
হাত বুলিয়ে ফাঁদবেন মহা কোন অলিক আজগুবি গপ্পো
অচল/অসার,
ফেঁদেছেন আগেও গোট-গোটা এমন কয়েক,
মূলে কিন্তু কিচ্ছুটি না।

ঘোষণা দিয়ে ছিলেন উঁচু-মোটা-গলায় মোটা-রগ ফুলিয়ে
এখন-ও দেন অপেক্ষাকৃত ক্ষীণ সুরে, কুবি তিনি হবেন-ই;
তা হয়েছেন বটে (......সুখ মনে মনে, কাঁথা রাখেন বগলে),
বেঢপ আকৃতির তাতো দেখতেই পাচ্ছি।

এমন ও হতে পারে বাড়াতে চান না কাকদের কষ্ট এই কালে!
তাই ক্ষীণ কণ্ঠে আওয়াজ তুলছেন, ‘পেজেন ছার’ (প্রেজেন্ট স্যার)।

রুদ্ধশ্বাস-রুক্ষশ্বাসে অপেক্ষার প্রহর শেষে ভাবছি,
কখন কুবি সাহেব ফিকে দেবেন থান ইট সম ভারি
একখানি অ-ঝানু-কুসুম-কোমল-অমূল্য কোবতে,
নিজ চাঁদি সামলে,
যার মুলো দেখে নিজেই নিজের পানে হাঁটছেন
অনাদি কাল থেকে, অনেক কাল ধরে।

ফিকে দেয়া ইট-কোবতে বুকে ধারণ করে
টুকরো গুলো ছড়িয়ে দেব নিজেদের মাঝে,
পেলব শরীরে কোবতের পরশে, সোনেলার
সবাই কা কা ধ্বনি তুলে, কা কা ধ্বনিতে
কাক মিছিল-ছিজিলে সরবে সরব হবে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ