সম্রাজ্ঞীর প্রেম-অপ্রেমে চন্দ্রাহত সেই রক্তিম রাত
অপেক্ষার নিকুচি করে, উৎসারিত আনন্দ-মাদলের প্রগাঢ় উচ্চারণে,
তীর্থের রথ-যাত্রায় সঙ্গী হয়েছে আনন্দ বিহ্বলতায়;
বেগুনি ফুল এবার গোলাপি উচ্ছলতায়।

বারান্দায় দাঁড়িয়ে, দাঁড়িয়েই থেকেই
দেখি বিশ্বজগতের অজস্র সমুদ্রের অনন্ত আকাশ,
অমৃত ফলের গাছটির আড়ালে আড়াল হয়ে
দাঁড়ায় অনন্তর খুঁজে খুঁজে ফেরা তারাটি,
গ্রহ-উপগ্রহকে কেন্দ্র করে ঘুরে-ঘুরে কান্ত-অবসন্ন;
স্পষ্টতই হাসছে এবার বিস্মিত-মুগ্ধ-বিহ্বলতায়
গোলাপি রঙ ছুঁয়ে-ছুঁয়ে।

সম্রাজ্ঞীর বৃষ্টি-ভেজা আঁচলে এবার বেঁধেছে বাসা
আনন্দ-ফুলের বেগুনি-উচ্ছ্বাস, এই প্রণয়-সাঁঝ-মায়ায়।

লাজের মাথা খেয়ে, আক্ষেপ-অপেক্ষার
নথের-নাগর আমার, রয়েছে নাচদুয়ারে দাঁড়ায়ে,
এসেছে সে হিমালয় গলিয়ে, রাতের অসংখ্য তারা পুড়িয়ে।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ