সবুজের জলছবি

ছাইরাছ হেলাল ২২ এপ্রিল ২০১৯, সোমবার, ০৭:৩৭:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

সমাগত রৌদ্রোজ্জ্বলে সবুজ আরও গাঢ় সবুজ হয়ে
পাতার ভাঁজে ভাসছে, এখন এখানে,
এ-প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য কোথায় ছিলে?

ইন্মুল বিরহ-বিষাদে পরিস্রুত, বিনির্মাণের পরিচর্যায়
উজ্জ্বল মুখশ্রীর অপার সৌষ্ঠব, প্রায় দৃশ্যমান অদৃশ্যতা
ঠেলে ফেলে, ছলনাময় রূপ-অপরূপে এক্ষণ উঁকি দিচ্ছে
সূর্যালোকে ডাকিনীর নির্জন-প্রকাশে।

আলোটুকু নিভে যাবে, বিষ-রেখা জমাট করে
রয়ে যাবে, ছুঁয়ে যাবে ,উত্তরাধিকারের সূত্রে,
আদরণীয় ক্রুদ্ধতায়।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ