শীত আসবে বারে বারে

ছাইরাছ হেলাল ২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:২১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

ঘুম-জাগা গুলিয়ে খেয়ে
শীত বসেছে গ্যাট হয়ে বারান্দার ইজি চেয়ারে
পারিপার্শ্বের খুঁটিনাটি নেড়েচেড়ে
দুরন্ত মনযোগের জানপহচান ভাব নিয়ে

দুরূহ দূর-চাহনিতে আঁকড়ে ধরা
সকালের শেষ কুয়াশা,
শেষ-শীতের মৃদু সৌন্দর্য বাতাস মনের গহনে
বিগলিত দুপুরের স্বপ্ন-ডাক ডাকে না।

ফিরে যেতে হবে দূরের হিম হিমালয়ে
বসন্ত এসে দাঁড়িয়েছে দ্বারে।

প্রণয় উচ্ছ্বাসের মহানন্দ প্রেমিকের ব্যর্থ বাসনার বেঁধা তীর!
তাও প্রতিবারই শীত শীত-শীত ভাব নিয়ে গুটি গুটি পা ফেলে
ফের ফিরে ফিরে আসে নাছোড় বান্দার মগ্ন প্রেমের কলঙ্ক নিয়ে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ