প্রতীক্ষার জংশন

ছাইরাছ হেলাল ১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ০৩:১০:৩৬অপরাহ্ন গল্প ৩১ মন্তব্য

 

জংশন দাঁড়িয়ে আছে/থাকে, জংশনে-ই;
ট্রেন আসে, ট্রেন যায়, দাঁড়ায়, আমরাও দাঁড়াই, যাই, আসি।

একটি বাতিল পাণ্ডুলিপি বুকে চেপে এক পাণ্ডুর কবি দাঁড়িয়ে থাকে,
ট্রেনের আসা-যাওয়া, যাওয়া-আসা সে দ্যাখে;
অপহরণের ভয় কেটে গেলে, একদিন ঠিক সময়ের ট্রেনে
শেষ-জংশনে যাবে, একাই। অপেক্ষার ভাবনায় সময় কেটে যায়।
উত্তেজিত কিশোর এ শহর থেকে পালিয়ে শহরান্তে ছুটে চলে
ভাগ্য-রেখার শেমিজ আর খুলে দেখা হয় না। কৃপাণের জাদুকর
যদি কবির সানুদেশ থেকে কবিতাটি নিয়ে পালিয়ে যায়।
প্রতীক্ষার প্রত্যাখ্যানে জংশন দাঁড়িয়ে থাকে একাকী।

কবি দাঁড়িয়ে থাকে একাকী, শেষের ট্রেনের অপেক্ষায়।
জংশনটি হঠাৎ চলতে শুরু করে, কবিকে নিয়ে হারিয়ে-ও যায়।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ