এপারেই থেকে গেলাম

ছাইরাছ হেলাল ১৫ জুলাই ২০১৮, রবিবার, ০৭:১৯:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

হাঁটা দূরত্বে কতটা পথ হেঁটে গেলে
শেষ পৌঁছানোতে যাওয়া যায়,
বিনীত বিনয়ে একাল-সেকালের কুপি জ্বেলে;
নগ্ন পায়ে হেঁটে যাই নিজের মৃত দেহটি কাঁধে নিয়ে
ক্লান্ত-নিস্তেজ-পা, দাঁড়াতে গেলেই মৃত দেহটি ককানি দেয়;

হঠাৎ বোঝাটি ফেলে দিয়ে দিলাম ভোঁ দৌড়,
আহা, খালি পায়ে তো বেশিদূর যাওয়া যায় না,
যেতেও পারিও-নি;
ফিরে এসে ঘাড় গোঁজ করে আবার তুলেই নেই
সেই ফেলে যাওয়া লাশ, বিপুল বিমূঢ়তায় হেসে ওঠে লাশটি;

মন্ত্রমুগ্ধ পা দু’টি আবার চালু হয়,
অভ্যস্ততায় হাঁটি আবার হাঁটি,
ভারী থেকে আরও ভারী বোঝায় ক্রমাগত,
ওপারে নাকি সব সুখ, দুধ-নহর,সবুজ-গালিচা
আরও কত কত্ত-কী! কত্ত কিছু!

পচা লাশটি ফেলে দিলাম সদর্পে, ওপারে নয়,
উল্টো পায়ে হেঁটে এখানেই থেকে গেলাম;
এই সাধের পথে-পথে, উদ্দীপ্ত জীবন-রসে,
ঋতুমতী সাতার-ভরা-সমুদ্দুরের কোলে;

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ