আহা বন্ধুত্ব!

ছাইরাছ হেলাল ২০ অক্টোবর ২০১৮, শনিবার, ১০:২১:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

অ-উপেক্ষণীয় শীত-সকাল-কুয়াশার নিবিড় ডাকে
ঘরছাড়া হয়ে শীতোষ্ণ হচ্ছি, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি,
হৃদয়ের হাহাকারে চৌচির হচ্ছি!

হায়, এতো মরীচিকা! ফেরার পথ সে-ও হারিয়েছি।
নন্দন-লোকের মায়া-দেখিয়ে মায়ায়-ফেলে কোথায় হারালে!
প্রমোদের বিলাস বিছানা, রক্তের উষ্ণ উত্তাপ,
কমনীয় মধু-ক্ষণ, মধু-ক্ষরণ, উন্মত্ত ঢেউয়ের আলোড়ণ;
হাসির আলোকচ্ছটা! সবই মরীচিকা আজ।

সহসাই ঢেকে যাই নিচ্ছিদ্র ভারী কুয়াশা-চাদরে
কণ্ঠে রুদ্ধশ্বাস ফেলে পৌঁছে দেয় মৃত্যু-দুয়ারে।

অদূরে-ই শুনি কুয়াশা হাসে, হ্লাদী-পিশাচ-হাসি;
মৌজ-মাস্তি, ইয়ার-দোস্তদের সাথে;
....................................................................................

অবশেষে
তাহারা বন্ধু হিশেবে কালাতিপাত করতে থাকিল!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ