হে পিতা ফিরে এসো

ছাইরাছ হেলাল ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১০:১৩:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

অতিকায় রক্তনদী পেরিয়ে এসে স্বাধীনতা তুমি কেমন আছ?
সুখের নীরব নিঃশ্বাসে, সূর্যের চোখে চোখ ফেলে জানতে চাই,
এক বিশ্বস্ত সারস-বেলার শূন্য কোলাহলের অ-রূঢ় চিৎকারে,
এক বুক শান্তি আর অফুরান আনন্দে।

অনুভূতিহীন নিষ্প্রাণ প্রাণানন্দের সিডর ছুঁয়ে ছুঁয়ে বিড়াল ধ্বনি শুনি,
কৃতজ্ঞতার চকচকে আস্তরণে নিখুঁত নিংড়ানো মধু চাখি;
রমণীয় আনন্দ-স্রোত-প্রতীক্ষা দীর্ঘায়ত হয় না আর
লাগামহীন ঔদ্ধত্যের চকিত গুঞ্জনে;

হে স্পষ্টভাষী পিতা ফিরে এসো সজীব ক্যানভাসে,
উপচে-পড়া রঙের রঙিন নূতন বিন্যাসে, শুভ্র সকালের বিশুদ্ধ অনুভবে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ