স্বপ্নের মায়া ভুবন

ছাইরাছ হেলাল ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৯:২০:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

আমার সকল চূর্ণবিচূর্ণ পথ চলে গেছে
ক্লান্তি-বিহীন শুদ্ধ জীবন্ত ঘ্রাণ-ফুলের গন্ধ গভীরতায়,
অ-নিঃশেষের উজ্জ্বল-উচ্ছ্বাসে, না-থামা পথিকের মত,
নক্ষত্র-পল্লীর-স্বপ্ন এঁকে এঁকে; গাঢ় রাত্রির নীল নিরুদ্দেশে;

মহাকালের খেরো খাতায় লিখে রেখেছি/রাখছি
বিস্বাদ-জীবনের ক্ষণ ভঙ্গুর দ্বন্দ্ব/অ-দ্বন্দ্বের কাব্য,
স্থির-নির্বাক-ভাষাহীনতায়, দগ্ধ-হৃদয়ের ইতস্ততায়;
ম্রিয়মাণ ব্যাকুল হৃদয়ের কোলাহল শেষে
দুরূহ-প্রেমিকের মত বসন্ত-চিঠি ছুঁড়েছি একান্ত নির্জনতায়,
ভালোবাসার শিকড়ে শিকড়ে, তপ্ত বুকের গহন-গভীরে,
সীমাহীন ভালোবাসার অজস্র সুখের ক্রম সন্ধিক্ষণে।

তাৎক্ষণিক চোখের পরশে লিখে রাখা বিকেল ছুঁয়ে যাওয়া কাব্য-কথায়
লটকে দিলাম চিরপ্রীতির নিঃশঙ্ক-নিসংকোচ প্রত্ন-হাসি।

ছবি......নেট থেকে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ