মিসিং

ছাইরাছ হেলাল ১২ মে ২০১৭, শুক্রবার, ১০:২১:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

সবই আছে সুপরিসর ডিম্বাকৃতি কাল টেবিল জুড়ে। রংবেরংয়ের কলমরাজি, রঙ্গিন-খাতা, ঘড়ি, ফোন, গ্লোব,
পিটপিটে নীল-চোখের রাউটার, সবই আছে সঠিকতায়-স্বস্থানে; টেবিলে সাজিয়ে রাখা সদা-সবুজ গ্রাসহপার গাছটি,
তবুও কী একটি যেন নেই! জামা-কাপড় জুতো-স্যান্ডেল পরিপাটি করে রাখা আছে সবই,
নখ কাঁটার বাহারি কল, কোল্ড ক্রিম, রঙ্গিন সব পেপার ওয়েট, ক্যালকুলেটর।

ঘুম ভেঙ্গে গেল, ঝুম অন্ধকার-চোখে, আধার হাতড়ে ভাবছি আলো দেব কী দেব-না!
আঁধারের-আলো, বাইরে-থেকে ধারে-আনা আলো! জোনাকির-চাঁদ, জ্যোৎস্নার-আলো,
জ্বেলে দিলাম সব নক্ষত্রালো, আহা, বড়ই সৌন্দর্য! কিন্তু-কিন্তু, কী-যেন নেই!
মিস করছি তো কিছু-একটা! কী তা?

সদ্য-ফোটা ফুলেল সমারোহ গোটা জানলা জুড়ে, বুক ভরা নিশ্বাসে নিবিড় সুগন্ধ, ইতস্তত ছড়ানো বইরাজ্য,
রুবাইয়াৎ-ই-হাফিজ, স্তাদালের দ্য রেড এন্ড দ্য ব্লাক, কাফকা, সবাই হাসছে সঙ্গীদের সাথে নিয়ে,
আধ খাওয়া কফি কাপ! সবই আছে,

শুধু নেই, গ্রাসহফারের একটি সজীব সবুজ পাতা!

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ