নির্বীজ হৃদয়ের হাহাকার

ছাইরাছ হেলাল ২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ০৯:৩৭:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

পায়ের নীচে দুলে দুলে চলা আলো
ক্রমাগত পিছলে পিছলে যায়
থিতু হয় না, স্থিরতায়-ও যায় না।

অমোঘ-আলোর টানে কেউ প্রতারিত হয়,
কেউ জীবনে ফিরে আসে, ফিরে ফিরে আসে
ফিরে পাওয়ার আনন্দ-বিভোরতায়, বেঁচে যায়;

অপ্রলম্বিত জীবনে পিছলে যাওয়া আলো-ইশারার
সময় জ্বরে, কুড়ে কুড়ে যেতে যেতে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতে
হঠাৎ জ্বলে-ওঠে আলো-প্রেমের আগুন,
মুহূর্ত টপকে বোবা-কালা হয়ে প্রতীক্ষার অন্ধত্বে
নিস্তব্ধ নিঃশেষ হয়ে গেলে
পিছলে যাওয়া বিরল-আলো ছুটে পালিয়ে যায়;

লটকে থেকে থেকে হঠাৎ নাই হয়ে যাওয়া
উরু-মেলে ডিঙ্গানো বেড়ার ওপাশে বিকারের অট্টহাসি
নির্বীজ হৃদয়ের বিনিদ্র জানালা জুড়ে, স্বল্পতম সময়ে,
নিষেধের-লাল-চোখ ঐ জ্বলে উঠলো বলে।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ