দাঁতে দাঁত চেপে, খাতার শাদা পৃষ্ঠা তামাশা জুড়ে রাখে,
বিষণ্ণ নয়নে চোখ ফেলে রাখি, কোন কিছুই লেখা হয়ে ওঠে না;
মুস্কিল আসানের ধন্বন্তরি বটিকার খোঁজ পাই না;
অথচ, কী যেন, কিছু একটা যেন লিখতে চাই, পারছি না;
এই তো কালকেও বিশ্রী কিছু একটি লিখেছি এই-ই খানে
ব্যত্যয়হীন ভাবে; লিখেছি যেমন অজস্র পচা, আগেও, এখানে।

অটুট ছটফটানি!! লিখব, লিখব অবশ্যই, কিছু একটা,
লেখা-যাদু আঁটকে পড়েছে! কোন এক সু-গভীর চোরাবালির
নিঘুমের বালিয়াড়িতে!

চিৎকার চেঁচামেচির অনর্গল-হুল ফোটাবো-না,
চেষ্টাপরায়ণতার শিখা জ্বালিয়ে ভাবব,
বৃষ্টি, সে আসবেই, কিছু শীলিত-স্নাত লেখা-ফুল নিয়েই।
নিবের ডগায় লেখাগুলো ঝুলে আছে ফোটা ফোটা বৃষ্টির মত।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ