ধানসিঁড়ির বুক জুড়ে (৩)

ছাইরাছ হেলাল ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ০৫:৫৬:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

অপূর্ণ ভোরে দিব্যি দাঁড়িয়ে আছি
ধানসিঁড়ির গা-ঘেঁষে,
প্রকাণ্ড শিরীষের পাখা বেয়ে
বিরতীতে বিরতীতে ধীরে ধীরে,
শিশির চুইয়ে পড়ছে নরম নরম ভাবে
ক্ষীণতম শব্দ-তান তুলে টুপ টুপ করে,
খিন্ন গোল গোল ঢেউ তুলছে জড়িয়ে গড়িয়ে;
ঐ যে দিগন্ত-সূর্য উঁকি দেয়ার তাল খুঁজছে
উঠি উঠি করে, অপেক্ষার আগল ভেঙে।

অপেক্ষার এমন মোহন সৌন্দর্য-শব্দদের কালে
হঠাৎ এক-ধাড়ি-অসভ্য শব্দ তুলে,
একটু খানি পাড় ভাঙছে ব্যর্থ প্রচেষ্টায়, ভাঙনের সিঁড়ি
জেগে উঠার বিফল চেষ্টা, এক হীন-মজুরের কাঁধে চড়ে;

জোড়া টুনটুনি আর বাবুইয়ের বাসা
বাতাসে নিগুঢ় হয়ে ঐ যে দোল খাচ্ছে;

শুয়ে আছি ধানসিঁড়ির বুক জুড়ে
তীর ঘেঁসে বৃষ্টি-হীনতার খরতাপে
অপেক্ষার হাত ধরে।

-------------------------------------------------------------------

মন্তব্য দেব, নেবো-ও,
খিন্ন-বিরতীটুকু মার্জনায় আগলে রাখুন।
নগদে দোয়া করুন, দোয়ায় রাখুন।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ