প্রখরতর রৌদ্র-দুপুরে,
ধানসিঁড়ি বয়ে যায় নীরব-নিভৃতে;
নিথর পুকুর শয্যায় একাত ও-কাতে ঘুমায়।
সামান্যতম এক জল-ফুঁ-য়ে নিভিয়ে দিতে পারে
তাবৎ সদম্ভ জল-বৈভব;
গাঢ়-মেঘ-ছাতায় ঢেকে দিতে পারে
রৌদ্র-উল্লম্ফন এক লহমায়,
দেয় না।

ভালোবাসার জলসিঁড়িতে পা-ভিজিয়ে
নিপুণ সাধকের মত শূন্যতার নিষিদ্ধ
খেলায় মাতে, বার্ধক্যহীন পুনর্জন্মে,
বিষণ্ণ বাউলের চুড়ো-বাঁধা চুলে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ