আকামার ডায়েরি

ছাইরাছ হেলাল ১১ মে ২০১৭, বৃহস্পতিবার, ১০:১৪:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

দ্যাশ-বিদ্যাশ ঘোরবেন, ল্যাহালেহি করবেন, টেনিস খ্যালাইবেন, সিনেমা দ্যাখপেন,
জনমের পড়া পড়বেন দিন-রাত্রির মাথায় তুলে, এরপর আবার ছবি-ও তোলবেন!!
অনেক হইছে, অনেক করছেন, এবার এট্টু ক্ষ্যামা দেন, আর কত?? এ-বর্ষা-বেলায়!!

মহামান্য মান্যবর,
খুবই যথার্থ বলিয়াছেন, কোন আইঢাঁই ছাড়াই, অকিঞ্চিৎকর মোটেই না, আদেখলাপনাও-না;
ল্যাহায়, ঘোরোনে, পড়নে, ছবি তোলাতুলিতে, অন্যান্যকাজ-কামে, মেধা-মন-মনন-অমনন
ও সর্বোপরি শরীলে অপটুত্ব দিন-কে-দিন প্রকট হইয়াফুটিয়া-ফুঁড়িয়া বাহির হইতেছে;
কখনও কখনও তাহা গলগল করিয়াও গড়াইতেছে।
এ-যেন ইহ-জীবনের অন্তিম ক্ষণে নিঃশেষে তিলে তিলে অ-প্রকৃতিস্থের আত্মবলিদান!!

হৃদয়ে সত্যোপলব্ধির প্রলম্বিত রশ্মিচ্ছটায়, আশু সমাধানের নিমিত্তে, আকুলি-বিকুলি সমেত উছাট-পাছাট করিতে-ই আছি,
করিতে-ই আছি, অল্প-বিস্তর তাহা বুঝিতে-ও পারিতেছি, আরও পারিব, বিলক্ষণ তাহা-ও জানা-ই আছে।
তবে ইস্পাত সইত্য এই-যে, ক্ষ্যামা আমাকে ক্ষ্যামা করিতে এতটুকুনও রাজি হইতেছে-না, ব্যাকুল হইয়া এ-ও জানি,
সায়-সাহায্য আপনারাই করিবেন বিলকুল, দয়ালু-শরীলে, দয়াবান হইয়া-ই।
ঔৎসুক্যের অপেক্ষা ও আক্ষেপ নিয়া অপেক্ষা বহিতেছে;

**রিয়েল ফিল আনার জন্য যেমন যেমন শুনেছি, তাই তুলে দিলাম।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ