প্যালেস্টাইন

সুমন আহমেদ ৮ আগস্ট ২০১৪, শুক্রবার, ১০:২৭:১৫পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

এইসব নির্জনতা ভেঙ্গে ভেঙ্গে বুনে যাই হত্যার প্রতিশোধ। বুকে লেগে থাকা শিশুহত্যার দাগ, লেগে থাকা গর্ভবতী ভ্রুণের বিলাপ মুছে আমি লিখি শিশিরের সুখ। আমার রক্তে যে লোহিত কণা, অনুচক্রিকা,তারা ঠিক আমাকেই ভাঙ্গে। ভেঙ্গে ভেঙ্গে ঠিক গড়ে দ্যায়। সমস্ত ভেঙ্গে পড়াগুলো একত্রিত করে পুনরায় দাঁড়াতে শিখি যেন অনড় অসীম।

আমি দাঁড়াতে শিখি, আমি দাঁড়িয়ে যাই অজস্র বুলেটের ক্ষত বুকে।

কর হে বিদ্ধ! আরো আরো ক্ষত দাও। ক্ষত ও ক্ষরণের দাগ নিয়ে এ বুকে, আমি কথা দেবো হে দুধশিশু। ভ্রুণের কসম! আমি প্রতিরোধ হবো আমি প্রাচীর হবো।

তোমাদের সমস্ত আকাশ হতে মুছে দিয়ে আনবিক শকুন, ওড়াবো একদিন ঠিক মানবিক বেলুন।

---------------
০১/০৮/২০১৪

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ