12821336_1764555130445317_786220088231813320_n
ভূমিকা — আমরা মানুষ। সমাজবদ্ধ জীব। সবার মধ্যেই প্রেম ভালোবাসা থাকা উচিত । থাকতেই হবে । লতানো গাছের যেমন আশ্রয় দরকার। তেমনি গাছ ও তঁার উপযুক্ত সঙ্গিনীর খোঁজে ব্যতিব্যস্ত।

প্রেম করতে কার না ভালো লাগে। ঠিক যেমন মধুর বঁাশি। কোন এক প্রচন্ড গরমের ঠান্ডা মালাই। বুক প্রাণ মন জুড়িয়ে দেয়। কোন ভালোলাগা সংগীতের সুর। কোন আইটেম গার্লের যৌবন উত্তেজনার উত্তাপ। পরিচিত আইটেম গানের বক্সের ঝলকানি।

নরম চোখের এক বঁাকা চাউনি। কোন এক স্কুলের বারান্দায় ঠঁায় দঁাড়িয়ে থাকা অপেক্ষারত লাজুক শরীরী আকুতি। প্রেম জিনিষটা সবার কাছে এক নয়। অনেকে প্রেমটাকে খেলা হেসেবেই নেয়। খেলতে খেলতে মুখ থুবড়ে পড়ে সারাজীবন মদের আর ড্রাগের নেশায় ডুবে থাকতে হয়।

অনেকে কিন্ত প্রেম জিনিষটা ঈশ্বরের দান মনে করেন। কিছু ভালো মানুষের কাছে প্রেম ঠিক জীবন। ঠিক চোখ বন্ধ রাখার রাখার পর যে মুখটা ভাসবে সেটাই। অন্ধকারে মনে যে মুখটা আলোর মত ভেসে উঠবে । বিপদে যাকে আগে মনে পড়বে। সুখের সময় যার নামে আলপনা দেবেন সেটাই আপনার প্রেম।

লাভ এট ফার্স্ট সাইট বলে কিছু হয় না। তবে হা মনের টান বা কিছু ভাগ্যের লিখন বলে ব্যাপার থেকে থাকে। আপনি সাতবছরের প্রেম কেও ফিকে মনে করতে পারেন একজনকে এক সেকেন্ডের দেখায় কারণ ওই প্রেমটা প্রেম ছিল না ওটা ছিল বন্ধুত্ত্ব। আবার বান্ধবী ই আপনার যথার্থ জীবনসঙ্গী হতে পারেন । কারণ একজন ভালো বন্ধুই একজন ভালো প্রেমিকা হতে পারেন। আবার একজন ভালো প্রেমিকাই একজন ভালো স্ত্রী হতে পারেন।
প্রকৃত অর্থঃ

১)প্রেম হল মনের আবেগমিশ্রিত জটিল ভাবনা। পরমাত্মা অন্তরাত্মার এক অনবদ্য মিলন। পরম সৌন্দর্য উপভোগের মাধ্যমে এক অনুপম আত্মতৃপ্তি। বর্হিজগতের ফ্যান্টাসি অনুভবের রাশিমালা অনুধাবন পূর্বক এক কাল্পনিক প্রেমিকা কে বাস্তবিক নারীতে উপস্থাপন করাই প্রেম। প্রেম কখনোই ক্ষনভঙ্গুর নয়। এর রেশ আপনি আপনার স্মৃতিতে সারাজীবন ধরে রাখতে পারবেন। এমনকি আপনি পাগল হলেও আপনার প্রতিটি পদে পদে এর মূহূর্তগুলি বিচরণ করবে।

আপনার চোখ যদিও না থাকে । প্রেমটা তীব্র ও সার্থক হয় । আপনি তৃতীয় চোখ দিয়েও প্রেমিকাকে দেখতে পাবেন। মনের চোখ। ছুরির উপর বসে থাকলেও মনে হবে কলা গাছের উপর বসে আছেন। হাত কাটলেও ঠিক যন্ত্রনা অনুভব হবে না। মন যদি একাগ্রচিত্তে প্রেমিকার ধ্যানে থাকে। ঘুম খাওয়া চলে যাবে। নুনের বদলে লঙ্কা খাবেন আর লঙ্কার বদলে লেবু জলের বদলে কেরোসিন তেল । আর সরষের তেলের বদলে পেট্রোল। অপূর্ব অনুভূতি ঘিরে থাকবে যতক্ষণ না মোহ থেকে মুক্ত হচ্ছেন । যদি একতরফা প্রেম না হয়ে দুজনের প্রেম সমান হয় তাহলে ওই স্মৃতি আপনাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে এক অগ্নিদগ্ধ যন্ত্রণার মত।

মরলে একবার মরবেন। ওই স্মৃতি আপনাকে কালসাপের মত জড়িয়ে থাকবে। যখনই স্মরণ করবেন তখনই বিষের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবেন।

২) অন্তরাত্মাকে জাগ্রত করা।
৩)অবিবাহিত ছেলে মেয়েদের কুন্ডলিনী
শক্তি বলে এক কৌমার্য শক্তি থাকে। তবে আজকাল ২১ বছরের পর কোন ছেলে কৌমার্য ধরে রাখতে পারছেন না। কুমারী মেয়েদের ও কুমারিত্ব ১৮বছরে নষ্ট হয়ে যাচ্ছে।
৪)নিবিড় টান। চোখে মুখে আলাদা ভাব ফুটে ওঠে।
৫)রাস্তা দিয়ে হঁাটতে হঁাটতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন। মনে হবে কেউ না কেউ আপনার জন্য অপেক্ষা করছে। সব রাস্তা যখন আপনার বন্ধ হয়ে যাবে তখন কেউ না কেউ শুকনো ফুল হাতে নিয়ে দঁাড়াবেই। কোন পলাশ ফুলেতে গন্ধ ভরাতে। যেখানে জ্যোৎস্না আসবে না কঁাদতে কঁাদতে ক্লান্ত হয়ে যাবেন। মৃত্যু যখন আপনাকে গ্রাস করতেই যাবে। হৃৎপিন্ড কঁাপতে থাকবে। অপমানটাও বিষের কন্টকমালা মনে হবে। কান টাও বধির হয়ে এক ঠঁায় দঁাড়িয়ে থাকবে। তখন দেখবেন কোন কোন আলো আপনাকে জড়িয়ে ধরবে। রামধনু রং হয়ে আকাশে স্নিগ্ধ প্রশান্তি দান করবে।
৬) প্রকৃত প্রেম বধির । মূক। চোখ দিয়ে ঝরা অবিরত জল। সম্পর্কের নিবিড় টানাপোড়েন। শুকনো ছবি। স্মৃতির দগদগে ঘা। হাজার আ্যান্টিবায়োটিকে সারে না। বারবার পোড়াতে থাকে। শুকিয়ে গেলেও দাগ থাকে আজীবন। দাগ দেখলেও আপনি কষ্টের চিতাতে রোমান্স খুঁজবেন।
৭)প্রেম এক সমুদ্র জল। এক নদীর বুকে শিশুর আঁাকিবুকি খেলা। কোন দুপুরের বিশ্বাসঘাতক রোদ্দুর। কোন আধদুপুরে মায়াবী রাত। মধ্যরাতের কামনা । কোন জীবন্ত স্বপ্ন। সংগীহীন মোরগের একনিশ্বাস সকালের ডাক।
৮)অফিসে বসে থাকা কোন বঞ্চিত প্রাইভেট সেক্রেটারী। কলিগের খুনসুটি। নিরিবিলি মধ্যরাতের অফিসের বশ। কোন এক আড়চোখের বুককঁাপানো চাউনি। কাছে আসা সিড়সিড়ে উত্তেজনা। কোন নবীন যুবক শিক্ষকের প্রথম প্রাইভেট ছাত্রী। হাতে ধরা কোন নরম স্পর্শের আর্তনাদ।

প্রথম প্রেমিকার প্রথম চুম্বন। প্রথম সিনেমা দেখার প্রথম সো। প্রথম বন্ধুত্বের প্রথম আকর্ষন।

৫২৪জন ৫২৪জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ