তুমি আসবে তো ?

অরুণিমা মন্ডল দাস ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ১২:০৮:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

আমৃত্যু লিখে যাব আমি তোমাকে ভেবে ভেবে ¡
কোন গাছের নীচের কবরে রেখে দেবে আমার স্মৃতি¡
বারবার জন্মের পর আম কুড়িয়ে আমসত্ত্ব প্রেম পেনসিল গুটি নিয়ে খেলা করব তোমার কোলে ¡
হারানো বিরহের মালার ফুল কুড়াতে কুড়াতে তোমার বাড়ীর উঠানে দাঁড়াব ভিখারীর মত¡
হাত না ধরতে পারো একটা স্বপ্ন দেবে তো¡
যেটা পনেরো বছর ধরে আমাকে গান শোনাবে এক আমিষ পুকুরে ডুব দিয়ে ইলিশ খুঁজব ,
এক বাগান ফুলে শুয়ে রাতের তারা গুনব
কোন এক ষোড়সীর ব্যর্থ প্রেমিকের কোলে এক শুকনো সাগরের রুক্ষ জল আনব দুজনে মিলে
এসো কোন যাযাবরের বেশে কোন লালন ফকিরের বেশে কোন বেনিয়মী দুষ্টুমিতে কোন বৃদ্ধাশ্রমের অন্ধ কুটুরীতে
আসবে তো আমার সংগে যুবক শীতল প্রেম ¡
পঞ্চাশ বছর পর একই বৃদ্ধাশ্রমের এই ঘরে এই টেবিলে এই বৃদ্ধার সংগে
সেখানে কোন কলঙ্ক থাকবে না বাঁধা নিয়ম থাকবে না
থাকবে না কোন ভয় শুধু থাকবে আশি বছরের বৃদ্ধ বৃদ্ধার এক বুক দীর্ঘশ্বাস।
চোখে তাকিয়ে কেটে যাবে সারারাত ।
অভিমান নেই রাগ নেই অভিযোগ অনুযোগ দোষারোপ কিছুই থাকবে না।
থাকবে শুধুই নির্মল অকৃত্রিম আত্মিক বোবা নিরব ভালোবাসা।
যে ভালোবাসা নিরবে আদর করে,
নিরবে ছবি আঁকে, নিরবে কাছে চায়, নিরবে হিসাব নিকাশ করে,
নিরবেই কেঁদে উঠেই জড়িয়ে ধরে মায়াবী টানে।

৭৭২জন ৭৭২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ