কারফিউ

ফ্রাঙ্কেনেস্টাইন ১৪ নভেম্বর ২০১৫, শনিবার, ০৮:২৮:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

” তোমার প্রচণ্ড রক্তপাত হচ্ছে! ”
– হোক। আজ আমি কিছুর পরোয়া করি না।

” গুলিটা তো আমার উদ্দেশ্যে চালিয়েছিল। তুমি কেন নিজেকে এগিয়ে দিলে? ”
– চোখের সামনে নিজের ভালোবাসা গুলিবিদ্ধ হবে সেতা সহ্য করার ক্ষমতা ইশ্বর আমাকে দেন নি।

” কিন্তু …..! ”
– কোন কিন্তু নেই। আজ আমরা কারফিউ ভেঙ্গে দিয়েছি। সামরিক জান্তার কারফিউ ভেঙ্গে গেছে।
– কিন্তু তুমি মারা যাচ্ছ!

” কে বলেছে? আমি ফিরে আসব, আমরা আবার ফিরে আসব আগামী প্রজন্মের মাধ্যমে। আমরা ফিরে আসব বয়েজ স্কুল ছুটির পর দৌড়ে গার্লস স্কুলে থাকা পছন্দের মেয়েটাকে এক পলক দেখতে হাঁপাতে হাঁপাতে যাওয়া ছেলেটার নির্ভেজাল প্রেমের মাধ্যমে।

আমরা ফিরে আসব রমনা পার্কে হাতে হাত রেখে হাটতে থাকা কলেজ পড়ুয়া দুই প্রেমিক-প্রেমিকার মাধ্যমে।
আমরা ফিরে আসব টিএসসির মোড়ে এক সাথে চা খেতে খা দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীর মাধ্যমে।

আমরা ফিরে আসব সদ্য বিবাহিত নবদম্পতির সেন্টমার্টিন মধুচন্দ্রিমার মাধ্যমে।
আমরা ফিরবোই। আজ মারা যাচ্ছি ঠিকই, কিন্তু ভেঙ্গে যাচ্ছি জান্তার কারফিউ।

আমরা ফিরবোই, কারণ আজ থেকে প্রতিষ্ঠা করে যাচ্ছি এক নতুন কারফিউ।
এ কারফিউ প্রেমের কারফিউ।
এ কারফিউ ভালোবাসার কারফিউ। ”

৩৭৫জন ৩৭৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ