
গাছ লাগান পরিবেশ বাঁচান সমাজ টাকে সুন্দর করে গড়ে তুলুন !
পরিবেশ,
কাটিলে কতই লতাপাতা
শূন্য হলো বন
তার সাথে ঝরে গেলো
হাজার জীবন!
নিজ স্বার্থে উজার করে
ওদের বাসা ভেঙে দিলে
আশ্রয় হীন হয়ে ওরা
লোট পোট খেয়ে পরে মরে!
বনের ছাঁয়া মুখের হাসি
পরিবেশে আমরা বাঁচি
সেই পরিবেশ নষ্ট করে
কেড়ে নীলে বনের খুশী!
গাছের ছাঁয়ায় বিশ্রাম নেই
হাওয়া পেলেই আমরা বাঁচি
হারিয়ে যাচ্ছে প্রকৃতির সুন্দর
পশু পাখির মেলা।
তবুও তোরা একে একে
করিলে সবি ফাঁকা
তোমার আমার মতো জীবন
চলার পথে বাঁধা!
পরিবেশে জীবন বাঁচে
গাছ লাগালে পৃথিবী হাসে
ফুল ফল অনেক মিলে
অনেক জীবন বেঁচে থাকে।
সঞ্জয় মালাকার//
প্রজ্ঞাপন
১৯টি মন্তব্য
শিরিন হক
ছবি, শিরোনাম আর লেখা একটু বেখাপ্পা লাগছে। হয়তো আমার বোঝার ভুল হতে পার।
লেখার বিষয় বস্তু চমৎকার। পরিবেশ বাঁচলে জীবন বাঁচবে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি
শুভেচ্ছা রইলো অফুরন্ত।
মাসুদ চয়ন
প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।না হলে পৃথিবী বেঁচে থাকার উপযোগ্যতা হারাবে।বেশ সাবলীল লেখা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
ছাইরাছ হেলাল
গাছ বাঁচলে/বাঁচালেই আমরা বাঁচব।
গাছ লাগান, দেশ বাঁচান।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দাদা, এমনটা আমাদের সকলের করা উচিত।
ধন্যবাদ দাদা অনেক অনেক শুভেচ্ছা।
ইঞ্জা
বাস্তবতার আলোকে লেখা কবিতাটি বেশ পছন্দ হয়েছে, আসলেই আমাদের এখনই সময় জীব বৈচিত্র নিয়ে ভাবার, এরা না থাকলে আমরা থাকবোনা এইটাই সত্য, সুতরাং গাছ লাগান, নিজে বাঁচুন।
সঞ্জয় মালাকার
হুম , একদম সত্য কথা ,
গাছ লাগান নিজে বঁচুন, প্রকৃতিকে সুন্দর করুন।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা অফুরন্ত।
ইঞ্জা
শুভেচ্ছা দাদা
শাহরিন
ছোট বড় সব ধরনের গাছ লাগান,অনেকেরই বিশাল যায়গা নেই তারা ছোট গাছ লাগান। গাছের যত্ন নিন।
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন দিদি গাছ লাগালে প্রকৃতি হাসে।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা অফুরন্ত।
ভাল থাকুন সব সময় শুভ কামনা।
আরজু মুক্তা
প্রকৃতি না বাঁচলে আমরাও অস্তিত্বহীন।এটা বুঝতে হবে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু শুভেচ্ছা অফুরন্ত।
জিসান শা ইকরাম
আমাদের অস্তিত্ত্বের জন্যই পরিবেশকে রক্ষ করতে হবে,
বাঁচাতেই হবে প্রকৃতিকে।
অন্যদের কবিতা পড়ুন বেশি বেশি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
ভাল থাকুন সব সময় শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
প্রকৃতি বেঁচে থাকলে জীবজগৎ বাঁচবে। প্রকৃতি বৈচিত্রময় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
অনেক অনেক শ্রদ্ধা ওশুভেচ্ছা।
তৌহিদ
সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই। আমাদের সবারই গাছ লাগানো উচিত। পরিবেশ রক্ষার্থে বনভূমি বাঁচানোর বিকল্প নেই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভেচ্ছা অফুরন্ত।