আকার সাকার নিরাকার

সাজিদ সোহেল ২৫ নভেম্বর ২০১৫, বুধবার, ০৯:২৫:৫৪পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

দেহ তারে সঁপে ছিলাম
মন প্রানো দিয়েছিলাম
তবু কেন সে কাঁদাই আমাই
আমি কি তারে ভুলে ছিলাম?

সম প্রেমে মন বিলাসি
কালো মনে সাদা হাসি
অগ্নি কুঞ্জে দেহ ভাঙ্গি
মনটা তালাশিয়া থাকি

মন ভঙ্গ মসজিদ ভঙ্গ
গুরু শিকার করে নিত্য
তবু মনুষ্য করে রঙ্গ
দেহের ভাজে লুকাই অঙ্গ

আজব শহর আজব মানুষ
নিজেরে দেখাই উড়াই ফানুস
শরীর বলে আমাই ঢাকো
নাই নিয়তে অজু কর

কিসের কাবা কিসের কাশি
মন মন্দিরে খোদা রাখি
অধম বলে কর দাসী
আপন ভুলে দাওগো ফাঁসি

দেহও তত্ত্ব মন তত্ত্ব
কুরান বেদে খুঁজো অর্থ
খোদা বলে তালাস কর
আমাই পেতে আপনেরে চিনো

৬৫১জন ৬৫১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ