
Roktodata.org একটি শতভাগ স্বেচ্ছাসেবামূলক ও অলাভজনক ওয়েবসাইট। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করতে চান এবং যাঁদের প্রয়োজন, তাঁদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এর উদ্দেশ্য।
বেশ কয়েক বছর আগে একই নামে একটা প্রজেক্ট শুরু করেছিলাম। ডোমেইন নিয়েছিলাম, কাজও প্রায় গুছিয়ে এনেছিলাম। এরপর ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেললাম। সাইট চালু করা হল না, ডোমেইনটাও আর রিনিউ করা হয়নি।
এক সময় আবিষ্কার করলাম, অন্য কেউ সেই ডোমেইনটা নিবন্ধন করেছেন এবং একই রকম একটা ওয়েবসাইট দাঁড় করিয়েছেন। কিছুটা খারাপ যে লাগেনি এমন নয়, কিন্তু এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিতাম যে, অন্য কেউ আমার কাজটাই করছেন। পরে অবশ্য দেখলাম, সেই ভদ্রলোকও সাইটটা আর দেখভাল করছেন না। হয়তো আমার মতোই আগ্রহ হারিয়ে ফেলেছেন।
যা-ই হোক, আমি নিজের ব্যবসা আর অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর খোঁজখবর রাখা হল না।
কিছুদিন আগে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। পরীক্ষা করে দেখা গেল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রক্তের জন্যে এখানে সেখানে ফোন দিতে লাগলাম। একদিকে হাসপাতালে রোগীর দেখাশোনা করা, অন্যদিকে রক্তের খোঁজ – আমি বেশ বিপদেই পরে গিয়েছিলাম।
আল্লাহর কৃপায় বাবা সুস্থ হলেন। নিতান্তই অপরিচিত কয়েকজন মানুষ রক্ত দান করেছিলেন, আমি তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ। এই অবস্থায় আমি অনুধাবন করলাম, এরকম একটা প্ল্যাটফর্ম আসলেই থাকা দরকার। যেখানে রক্তদাতারা তাঁদের নাম তালিকাভুক্ত করে রাখবেন আর যে কেউ যখন তখন রক্তদাতাদের খুঁজে বের করতে পারবেন। আমার মতো দিশেহারা হতে হবে না।
পুরনো কোডগুলো খুঁজে বের করলাম। অনেক কোড নতুন করে লিখতে হল। কাজের ফাঁকে ফাঁকে এটাকে এগিয়ে নিলাম। নতুন ডোমেইন নিলাম এবং সাইটটা চালুও করে ফেললাম।
আশা করছি, অন্তত একজন মানুষ হলেও আমার এই চেষ্টা থেকে উপকৃত হবেন।
যাঁরা রক্তদান করে থাকেন, তাঁদেরকে এখানে তালিকাভুক্ত হতে ও সবাইকে পরিচিতদের সাথে শেয়ার করতে অনুরোধ করছি।
আল্লাহ সবার মঙ্গল করুন।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অত্যন্ত জনগুরুত্বপুর্ন একটি পোস্ট।
এমন ডাটাবেজ সম্পন্ন একটি সাইট হতে মানুষ উপকৃত হবে।
আমার রক্তের গ্রুপ AB+
আজকেই https://roktodata.org এ নিবন্ধিত হয়ে নিজের বিস্তারিত দিয়ে দেবো।
ধন্যবাদ এমন পোস্টের জন্য।
শুভ কামনা।
নাজমুল আহসান
আপনাকে ধন্যবাদ। আশা করি এটা মানুষের উপকার করবে।
নাজমুল আহসান
টেস্ট কমেন্ট
জাহাঙ্গীর আলম অপূর্ব
রক্ত দান একটি ভালো কাজ।
নাজমুল আহসান
জ্বি। আপনিও রক্তদান করুন।
অনন্য অর্ণব
একটা তিক্ত সত্য হলো আমরা নিজেরা যতোক্ষণ না আক্রান্ত হচ্ছি ততক্ষন আমাদের কিছুই আসে যায় না। যাক সবশেষে একটা চমৎকার উদ্ব্যেগ নিলেন। ধন্যবাদ।
নাজমুল আহসান
কথা সত্য।
মোঃ মজিবর রহমান
অতিব গুরুত্বপুর্ণ জনহিতকর একটি কাজ। আপনার এই উদ্যোগ স্বার্থক ও অভিষ্টলক্ষ্য মানব সেবাই জাগ্রত থাকবে ইনশা আল্লাহ।
নাজমুল আহসান
ধন্যবাদ মজিবর ভাই। পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ছাইরাছ হেলাল
কিছু অসুস্থতা সোনায় মোড়ানো।
একটি চমৎকার মহৎ-প্রাণের মানবহিতৈষী প্রচেষ্টা।
আল্লাহ আমাদের সহায় হবেন।
মনির হোসেন মমি
মানবতা কল্যায়ণকর যে কোন উদ্দ্যেগই নিঃসন্দেহে ভাল কাজ।আপনার এ কাজও তাই।সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
শুধু রক্ত নয় আমার মতে আমাদের অঙ্গপ্রত্যঙ্গ এর ও এমন একটা সাইট থাকা দরকার। মানুষ মারা গেলে তার দেহ মাটিতে নষ্ট না করে, না পুড়িয়ে জীবিত মানুষের কাজে লাগানো দরকার। খুব সুন্দর পোস্ট ভাইয়া। নিজেরা আক্রান্ত না হওয়া পর্যন্ত এসব বিষয়ে আমাদের সবার মধ্যেই কমবেশি উদাসীনতা কাজ করে। অসংখ্য ধন্যবাদ সুন্দর ও মূল্যবান পোষ্ট দেয়ার জন্য