আমায় ফেলে তুমি চলে যাবে ভেবে থাকলে আমি বাঁচব কিভাবে? তোমায় ছেড়ে দূ’চোখে শ্রাবণ ধারা বইবে তোমাকে সেধেই কষ্টের যন্ত্রনা অঝর ঝরবে। চন্দ্রহীন রাত্রী, সুর্যহীন দিন কেমনে ভাব তুমিহীনা জীবনে আমি কেমনে ভাব! দু”জন যুগল স্রোতে ভাসব বলেই ভাসি তোমায় ফেলে তুমিহীনা আমি কেমনে ভাসি! তুমি আমায় করলে লালন যে কাঁথায় গেঁথে যায় মলিন বর্নীল [ বিস্তারিত ]