আমি এমন একটা প্রেম চেয়েছি, ভালোবাসা চেয়েছি- যা আমাকে রিক্ত করবে, সিক্ত করবে। আবার সীমাহীন ভালোবাসায় পরিপূর্ণ করবে। যে প্রেম আমাকে হাসাবে, কাঁদাবে- আবার একবুক ভালোবাসা নিয়ে বুকের পাঁজরে জাপটে রাখবে। আমাকে সাহস জোগাবে, শত ঝড়-ঝঞ্ঝাটেও হাত ধরে পাশে থাকবে। কষ্ট দিবে, দুঃখ দিবে- পাশাপাশি অসীম সুখ নিয়ে আমার বুকে মাথা লুকাবে। হৃদয় উজাড় করা [ বিস্তারিত ]