আনন্দধারা বহিছে ভুবনে

আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে ॥
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ১১ মাস ১ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৭৬টি
  • মন্তব্য করেছেনঃ ৪২০৯টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৩১২৯টি
আমি সজীব । শুধুই সজীব নামে পরিচিত হতে চাই এখানে । ব্লগার সজীব , একটু গর্বও লাগছে নামের পূর্বে ব্লগার লেখায় :P কয়েকজন বন্ধুর কাছে শুনে এখানেই ব্লগার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললাম । তেমন কিছুই জানিনা এ সম্পর্কে । কিছুটা ভীতিও কাজ করছে । পাঁচ ফেব্রুয়ারীর পরে শাহাবাগের আন্দোলন আমাকে ব্লগ সম্পর্কে আগ্রহী করেছে [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ