টয়লেট দিবস নিয়ে লিখতে বসেছি রম্য। তো যেহেতু আজ পুরুষদিবসও তাই ভাবলাম একত্র করেই শুভেচ্ছা জানাই। না হলে আমাকে আবার পুরুষবিদ্বেষী ভাবতে পারেন। মনে করেন, আই লাভ পুরুষ ভেরী মাচ!! সাতসকালে দরজায় বাড়ির একমাত্র ছোটপুরুষ দাঁড়িয়ে হাগু করেছেন এবং তা প্যান্টের ফাঁক গলে পড়ে গেছে। তিনি ওভাবেই ঘুরে বেড়াচ্ছেন। এদিকে দরজায় তার জিনিস জানাচ্ছে, স্বাগতম [ বিস্তারিত ]