বিশাল নদীর উপর পানসি করে আমরা কয়েকটা দিন কাটাতে চাই। চোখের আলোয় ভেসে উঠা রাতের অন্ধকারের চাঁদ। আর গভীর বৃষ্টিতে ভিজে যাওয়া বনুহাঁসের শব্দ জানান দেয় শরৎ এসেছে। কচিকাঁচা ঘাসে শিশির মাড়িয়ে রোদ আসে। ভরদুপুরে চঞ্চল জলের স্রোতে রূপালি মাছ খেলা করে। আকাশের মেঘমালার ন্যায় শ্বেত শুভ্রতায় ফুটে উঠে শরতের কাশফুল। নদীর কিনারা আর ইরিধানের [ বিস্তারিত ]