কাক ডাকা ভোরে কুসুমকলি কুড়িবার তরে, যে বংশী বাঁজে আজ নিভৃত কাননে বটবৃক্ষ ছায়াতলে। তোমারি চিত্তে লাগিছে যে প্রেমের দুল, রন্ধ্রে বারি তাহার চিত্তে অনুগামী বকুল। বন্ধু তোমার প্রিয় লতার একটি মুকুলে, কুড়িয়ে রাখিও মোরে তোমারি বন্দনার স্তুতিতুলে। মম তব হৃদয় পানে আকুল প্রাণে যে গুঞ্জরি গায়, চন্দনে ঘিরিত ললাট চোখপানে নাহি দেখিতে পায়। সবুজ শ্যামলে [ বিস্তারিত ]