নাজনীন খলিল

আমি কেউ নই।। কখনো আমি কেউ ছিলামনা।

সমুদ্রের ফেনায়িত মদে ভাঙ্গে প্রবাল-প্রাচীর

আমি তার কিয়দংশ;
মৃত;
ভঙ্গুর;
সামান্য।

রক্তস্রোতের মাঝে আদিমতম যাযাবর নেশা
তরঙ্গ-স্পন্দনে শিরায় শিরায় মাদলের বোল বেজে ওঠে;তবু
নিবিড় সমুদ্র-দর্শনে ব্যর্থ
তিন ঢেউ পেরুনো হয়না
প্রবল জোয়ার-জলোচ্ছ্বাসে বালুকাবেলায় ফিরে আসি
বার বার।

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ৫ মাস ২৪ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ২টি
  • মন্তব্য করেছেনঃ ৩৫টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৪৭টি

নস্টালজিয়া

নাজনীন খলিল ১০ নভেম্বর ২০১৩, রবিবার, ০৬:৩১:০২অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য
দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু সময় মিশে যায় মহাকাল স্রোতে এভাবেই বদলে যায় দৃশ্যপট রূপান্তরের পালে দোলা দিয়ে যায় কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস। কেউ জানেনা কোথায় পথের শেষ......... মনে পড়ে লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো থোকা থোকা রুধির-পুষ্পিত [ বিস্তারিত ]

মাঝরাতের নক্ষত্র এবং সোনালী তরল

নাজনীন খলিল ২৬ অক্টোবর ২০১৩, শনিবার, ০৮:১২:৫৫অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য
"সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি......................................." ফুরিয়ে গেছে চরকার সুতো--------- বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর। মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে 'খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়' ----------------তুই বলেছিলি। তারা খসা------------- তুই। কিছুতেই মনে পড়েনা কিযে চাই। গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ