ফাহিম মুরশেদ

আমি...
আমি খুব সাধারণ একজন! কথায়, ব্যবহারে, পোষাকে, দর্শনে আমি খুবই সাধারণ... তোমার আশেপাশে থাকা আর দশজনের মতই ক্ষুদ্র ও সামান্য এই আমি... দূরপাল্লার বাসে, রোজকার ভীড় সামলানো যানবাহনে তোমার পাশেই যদি বসে থাকি, চোখ ফেরাবেনা দ্বিতীয়বার... এতটাই তুচ্ছ আমি... কিন্তু তাতে আমি ব্যাথিত নই একদম বরং গর্বিত আমার সাধারণত্বে।

আমি আমার বাবা মায়ের অসাধারণ সন্তান, তাদের জন্য চেষ্টার ত্রুটি নেই, বাবা হারানোর পর মা-ই আমার সবচে বড় সম্পদ, এরপর ভাইকে হারানোর পর ছোট দুই ভাই-বোনই এখন আমার কাছে অমূল্য রত্ন। আমি আমার সাধ্যের মাঝে চেষ্টা করে থাকি ওদের মুখে হাসি ফোটানোর জন্য, আমি আমার বন্ধুদের প্রাণের বন্ধু, ছোট ভাইদের কাছে খুবই প্রিয়, প্রিয়জনের দৃষ্টিতে সেরা ব্যক্তিত্ব... তাদের চোখে আমি নিজেকে দেখি... আমার অনুভূতিগুলো স্বতন্ত্র, আমার ভাবনারা মনের আকাশে ডানা মেলে উড়তে পারে... হলাম না হয় সাধারণ আমি তোমার চোখে, কি আসে যায় তাতে? আমি কেবল আমার মতো, এরচেয়ে বড় কোন সত্য আদৌ কি আছে?

আমার মাথা যথেষ্ট গরম। যথেষ্ট বললেও কম হবে, খুব বেশি পরিমাণে গরম । অল্পতেই রেগে যাই, আবার সেই রাগ ভাঙ্গতে খুব একটা সময় লাগে না। আমি সব চেয়ে বেশি রেগে থাকি আমার কাছের মানুষের উপর। তার কারণ হলো তাদের উপর আমার অধিকার অনেক বেশি ;)

আমি অল্পতেই মুগ্ধ হই। আমাকে মুগ্ধ করা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আমি খুব কল্পনা প্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা করিনা। কি দরকার চেষ্টা করার যা ভাগ্যে থাকবে তাইতো হবে...

আমি চাইনা হতে বন্দী নির্বোধের বিচারে,
বৃথা সময় হারিওনা আমায় তোমার মতো করে সাজাতে...
আমি হতে চাই আমার মতো......
একবার তাকাও নিজের ভেতরে......

আমিই শুধু আমি, আমার আমি

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ৭ মাস ২৮ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৩টি
  • মন্তব্য করেছেনঃ ৮টি
  • মন্তব্য পেয়েছেনঃ ২৪টি

তাকে দেখলে…

ফাহিম মুরশেদ ১১ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০৫:৩৮:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য
(3 সে একটা মানুষ। সে আমার চোখে অপূর্ব। সে সবার চোখে আকর্ষনীয়ও। সে দেখতে খুব সুন্দরও। মাঝে মাঝে তার দেখা পাই। আর সপ্তাহ শেষে খুঁজে বেড়াই। যখন তাকে দেখি মুহুর্তের জন্য হলেও থেমে যাই। আমি একে কখনো ভালবাসা বলবো না। ভালবাসা তখনই যখন দুটো মন এক হয়। আমার মতে তার আগে তাকে ভালবাসা বলে না। [ বিস্তারিত ]

আসলে মিরাকল বলতে কিছু নেই

ফাহিম মুরশেদ ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০৮:৫৬:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য
এমন এমন একটা মুহুর্ত আসে যখন মনে হয় যা চাই তাই যেন হয়, হোক তা মিরাকল! হোক তা প্রিয় কিছুর বিনিময়েও বা হোক কোন নতুন শপথে, কিন্তু সে সময়টা বিধাতা কোন কথাই শোনেন না। তখন তিনি কোন প্রার্থনা কবুল করেন না, তিনি তার মত কাজ করেন। তিনি তখন সবচে বড় নিষ্ঠুর হন। মাঝে মাঝে মনে [ বিস্তারিত ]

অভিমানী কিশোরী

ফাহিম মুরশেদ ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১২:৪১:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
বহু দুর, বহু বিচিত্র পথ পাড়ি দিয়েও সিড়ির একটা ধাপও এখনো পেরোতে পারলাম না, সামনে পড়ে রয়েছে ধুলোমাখা দীর্ঘ রাস্তা! অদ্ভুত সেই ভ্রমনে এক দুঃখী, অভিমানী কিশোরীকে খুব মিস করছি! (3 [সংগ্রহ]

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ