বেকারত্বের অভিশাপে যখন দিক-বেদিক দিশেহারা তখনও সরকারী চাকুরী অবসরপ্রাপ্ত বাবা আমাদের সংসারটাকে বিভিন্ন কায়দায় টিকে রেখেছিল,বুঝতে দেয়নি সংসারের অভাবটাকে।রিটার্ড হওয়া প্রাপ্ত সামান্য ক’টা টাকা তাও বেকারত্ব ঘুচানোর দায়ে আদম বেপারীর কাছে বিদেশ যাবার জন্য দিয়ে রেখেছিলাম- প্রায় দূ’বছর হলো।আজ হলো কাল হলো বলতে বলতে কোন নরমাল চাকরীও করতে পারছিনা তাছাড়া মূলধনও শূণ্যের কোঠায়।রিটার্ড বাবা আমার অন্নের খুজে সামান্য পূজিতে [ বিস্তারিত ]