এটা দুঃখজনক যে বঙ্গের মুসলমানেরা বিশ্বাস করতেন তাদের পূর্বপুরুষ এ দেশীয় কেউ নন, সুদূর ইরান-তুরানের আরামপ্রিয় ও শিক্ষিত শেখ বংশীয়। কিন্তু ইতিহাস পাঠ করলে আমরা দেখি যে এদের পূর্বপুরুষ বঙ্গের অশিক্ষিত ও নিম্নশ্রেণীর মানুষেরা যারা হিন্দু ধর্মাবলম্বী শাসকদের অত্যাচার সইতে না পেরে ধর্মান্তরিত হয়েছিলেন। সে যাই হোক, বংশসূত্র খুঁজতে গিয়ে বঙ্গের মুসলমানদের একাংশ উপলব্ধি করলেন [ বিস্তারিত ]