গন্তব্য এক চলার পথ না হয় হলো ভিন্ন কোন কালে দুজনার দেখা প্রিয় তখন গাইবে-- এ দেখাই শেষ দেখা নয়তো। ভিন্ন পথের যাত্রী যখন চলেছো হাজার মাইল একসাথে একসময় দুজনেই যাবে দুজনাকে ছেড়ে। তখন গাইবে-- আজ দুজনের দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। কোন এক মেঘলা রাতে পিছনে ফেলে অতীত গন্তব্য সোনালী ভোরের [ বিস্তারিত ]