কি! যেন এক বিষন্ন হাহাকার, মৃত প্রলয়ের নাচন। বাঁচার আকুতি নীরব যেন, জলের ডাকে স্রোতের ঘুর্ণি পাকে জ্যোৎস্নার আলো পথ হারিয়ে ফেলে। এক সময় সব কিছু থেমে যায় থামে না শুধু জীবনের গতি। ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরে সবুজ পল্লব উষর মরুভূমিতে বয়ে যায় বৃষ্টি স্নাত সন্ধ্যা, উত্তাল সাগরের বুকে নাবিকের দৃষ্টি দূরের কোন বাতিঘর। [ বিস্তারিত ]