স্বাধীনতা !!!
এই স্বাধীনতা শুধু চারটি বর্ণেই সীমাবদ্ধ নয় ।
স্বাধীনতা শব্দের মাঝে লুকিয়ে আছে হাজার হাজার বছরের বাঙালির ইতিহাস , বাংলা ভাষার ইতিহাস, বাঙালির সংগ্রামের ইতিহাস । মিশে আছে বাংলা ও বাঙালির হাসি- কান্না,দুঃখ-বেদনা , প্রেম-বিরহ, চাওয়া-পাওয়া ।

স্বাধীনতার সূর্য পুব আকাশে উদয়ের অপেক্ষায় ছিল একটা সুযোগের আশায় । স্বাধীনতার মাধ্যমে পূর্ণতা পেয়েছে বাঙালি, স্বাধীনতা কোন দৈব ঘটনা নয়, স্বাধীনতা পথের ধারে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্য নয় । স্বাধীনতা কষ্টার্জিত এক পরিপক্ক ফসল, সেই ফসল কে ঘরে তুলতে বহু রক্ত ঝরাতে হয়েছে । সহ্য করতে হয়েছে পাকিস্থানিদের অসহনীয় নির্যাতন, ভেঙে গেছে অনেক সাজানো সোনার সংসার, কোনো বোন ভাইয়ের শোক, কোনো ভাই ভাইয়ের শোক, কোনো মা বাবা ছেলের শোকে কোনো স্বজন-স্বজনের শোকে হয়ে গেছে এক জীবন্ত ভাস্কর । কোন চোখে অশ্রু ঝরেনি । শোকানলে দগ্ধ হয়ে চোখের পানি ভস্মীভূত হয়ে শূন্যে মিশেছে ।

স্বাধীনতা এক তীব্র আকাঙ্খার ফসল ,
স্বাধীনতা এক লালায়িত স্বপ্ন, রক্ত, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে চৈত্রের মধ্য গগন থেকে ছিনিয়ে আনা এক প্রজ্জ্বলিত রক্তবর্ন সূর্য,
যে সূর্য আলো ছড়াচ্ছে প্রত্যেক বাঙালির হ্বদয় মন্দিরে
স্বাধীনতা এক অদম্য স্পৃহা, স্বাধীনতা প্রতিটি বাঙালির শিরা উপশিরায় রক্তের স্রোতের মত প্রবাহিত এক চেতনা
স্বাধীনতা একটা প্রতিশোধ , অন্যায় অত্যাচার বৈষম্যের বিরুদ্ধে একটা ক্ষোভ
স্বাধীনতা অন্যায় অত্যাচারের বিরুদ্বে মাথা নত না করে সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে আনা এক ন্যায্য অধিকার
স্বাধীনতা ভাষা শহীদের রক্তে রন্জিত এক আশার সূর্য,
স্বাধীনতা কোনো স্থান,কাল পাত্রে সীমাবদ্ধ নয়, স্বাধীনতা আমার, তোমার, সবার স্বাধীনতা সার্বজনীন ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ