হেফাজতের হরতাল ও কিছু কথা

তৌহিদুল ইসলাম ২৮ মার্চ ২০২১, রবিবার, ০৭:৪৭:৩০অপরাহ্ন সমসাময়িক ১৭ মন্তব্য

ইসলাম প্রতিষ্ঠার ইতিহাসে আল্লাহর রাসুল এবং খালিফাদের সাথে গুরুত্বপূর্ণ সমরনেতা, বীর যোদ্ধা, দিগ্বিজয়ী এবং জিহাদযোদ্ধা মুজাহিদদের, যারা ইতিহাসের পট-পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের অন্যতম ছিলেন তালহা ইবনে উবাইদিল্লাহ, যুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সা"ইদ বিন যাইদ, খলিদ বিন ওয়ালিদ সহ অনেক সাহাবা।

যাদের মোকাবেলা করতে হয়েছে রোমান, পারস্য, আলবেনীয়, মিশর, উত্তর আফ্রিকা, আইবেরিয়ান পেনিন্সুলা, নুবিয়া, ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জ, সিরিয়া, আনাতোলিয়া, ফারস, সিস্তান, তাবারিস্তান, খোরাসান, ট্রান্স-অক্সানিয়া, মাকরান, বালুচিস্তান, সিন্ধ প্রদেশের রাজা-বাদশাদের তরবারিকে।

তারা যুদ্ধ করেছেন ঊঠ অথবা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। এক হাতে খোলা তরবারি অন্যহাতে ঢাল। তপ্ত মরুময় বিস্তর প্রান্তর কিংবা পাথরের কণ্টকাকীর্ণ ভূমিতে ঘাম ঝড়ানো সে ইতিহাস সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে।

এখন ঢাল তলোয়ারের যুগ নয় আর তারাও তালহা, যাইদ, খালিদ নন। ১৪ শত বছর আগে সে সময়ে আধুনিক অস্ত্র ছিলোনা, হরতাল ছিলোনা, পিচ ঢালা পথ ছিলোনা। বিজ্ঞানের আবিষ্কার তখন সীমাবদ্ধ নির্দিষ্ট কিছু গন্ডিতে। তবুও ইসলামের বিজয় হয়েছে।

কারন এটি মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ পাঠানোর অনেক আগেই নির্ধারণ করেছেন। যেমন নির্ধারণ করেছেন আজ ফেসবুকে তাদের গামছা পেঁচিয়ে ভাতের গামলাকে ঢাল বানানো ঘোড়ার পিঠে সওয়ার হওয়া ছবি হাস্যরসের ভুমিকা পালন করবে। ইসলাম হাস্যরসের ধর্ম নয়।

রাজা-বাদশা নয়, এই যুগে এসে রাজপথে তাদের মোকাবেলা করতে হচ্ছে নারায়ণগঞ্জ সদরের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ আরো অনেককে। নিজেদের এখনো সেই ১৪ শত বছর আগের যুগের যোদ্ধা কল্পনা করে আধুনিক ট্যাংকবাহিনীর সামনে ঘোড়ার পিঠে বড্ড হাস্যকর লাগে এটা বুঝতে হলে আধুনিক বিজ্ঞানসম্মত পড়াশোনা করতে হবে।

সৃষ্টির আদি থেকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে বারংবার। তবে জয়ী হয়েছে তারাই যারা নিজেদের হিসেব নিকেষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জনগণের স্বার্থের কাছে মাথা পেতে দিয়েছে।

এসব যদি মেনে নিতে না পারেন তবে আবারো লিখবো, বারবার লিখবো।

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ