হৃদয়ে বঙ্গবন্ধু

তৌহিদুল ইসলাম ১৫ আগস্ট ২০২০, শনিবার, ০২:৫৪:২৪অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
গড়েছিলে এদেশের ইতিহাস,
যারা বলে তুমি নেই হে পিতা
তারাই আজ করে নিত্ত উপহাস।

আকাশে বাতাসে নিষ্প্রাণ হাসিতে
ভেসে বেড়ায় একটি নাম,
বুলেটের আঘাত বুকে নিয়ে মুজিব
তোমায় চুকাতে হয়েছে সে দাম।

একটি তর্জনী একটি কন্ঠে
ঘোষিত স্বাধীনতার ডাকে,
জন্ম নিয়েছে লক্ষ মুজিব
টেকনাফ তেঁতুলিয়ার বাঁকে।

জনে জনে প্রতি মানুষের মনে
মিশে আছো তুমি চির বলীয়ান,
স্বপ্নেও যদি পেতাম তোমায়
কলরবে হতো নতুনের জয়গান।

শুধু নামে নও কর্মেও তুমি
দেখিয়েছিলে নতুন আশার আলো,
উদিত সূর্যের সোনালি আভায়
মুজিব আদর্শ আবার জ্বালো।

রক্তের দাগ মুছে যায়নি পিতা
ভুলিনি তোমার অবদান,
কোটি মানুষের হৃদয়ে তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(ছবি- নেট থেকে নেয়া)

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ